____বর্ণমালার নানা মেলা [একুশের ও অন্যান্য কবিতা]

একুশ এলো,
কবিতারা স্বপ্ন মেলে ধরে।
একুশ এলো,
গল্প গানে নানান স্বপ্ন জুটে।
একুশ এলো,
রাঙা শিমুল পলাশ ফুটে।

একুশ এলো, দক্ষিণা হাওয়া উদাস আকাশ নীলে।
একুশ এলো, আমের বোলে মৌ মৌ গন্ধ ছুটে।

একুশ এলো,
মায়ের বোলে কত দীর্ঘশ্বাস ফিরে?
একুশ এলো, বর্ণমালার নানা মেলা বসে।
একুশ এলো,
নগ্ন পায়ে শোকের মিছিল ছুটে।
একুশ এলো, শহিদ বেদিতে ফুলের শ্রদ্ধা মিলে।


______কালের পাহাড়টা

তোমার অবর্তমানে কালের পাহাড়টা যেন
খুব বেশী উঁচু! আর এবরো থেবরো
পাথরের খাঁজ কাটা গায়ে কেকটাসের ফুল
শূন্যে ঝুলে।

অবচেতন মন সায় দেয় না উপড়ে উঠবার
সময় ক্ষয়ে কালের পাহাড় বড্ড অপাঙ্‌ক্তেয়
শেওলা সিক্ততায় ভারি পিচ্ছিল
মন সাধে না।
অথচ দ্যাখো, ঐ কালের পাহাড়টা
কি সুরম্য? কি তার জৌলুস? তোমার বিচরণে
কস্তুরী ঘ্রাণে ভরে থাকত, পাহাড় জুড়ে
নিশি যাপন তোমার।

নিশি কাব্য রূপকথার পুঁথি পাঠ সাঁঝ ঘনালে
সিধে জেগে উঠে পঞ্চমীর চাঁদ কালের পাহাড়টায়
হাত বাড়িয়ে পাহাড় চুঁড়ায় ফিরিয়ে দিলে; অতীত তোমার
যতটুকু বাঁকি ছিল দেবার।


১৪২৬/মাঘ/শীতকাল।