_____সোনালী বিভ্রম মরীচিকা
যা ছিল সহজ কাল,
আজ তা কঠিন; বার বার কষে ভাগফল মিলে না
অবশিষ্ট থাকছে
নীতিশাস্ত্র এ অপ্রতিভ বক্তব্য যায় বেড়ে
কলামে কলাম বিষদ বিবরণের বিধানের ছক
একেই চলে নিরবধি,
কালের খাতায় বিভ্দস যোগ বিয়োগে
অযাচিত বিভ্রম;
দাঁড়িয়ে রয় চোখের সমুখে।
প্রেম ক্ষয়ে যায় বলে
এমন কথা জানা যায় না, চরিত্র হননে ছাপ রয় কিসে?
মানবিকতার মাপন ছক কিসে
যদি রয় দুইয়ে দুইয়ে দূরে
পাপ পণ্য সে কি হিসেব কষে?
বোধে আছে যে তার আশ্রয়; নাই বাধ তো কিসে বিকার?
পাপ পণ্য তখনই মিছে হয় তার
কথায় সাজে সভ্যসাচি।
এমনি গুনোকে বৃত্ত যায় ছেপে
কোথায় থেকে কোথায় যায় কে তার খবর রাখে?
সমুজ্জ্বল প্রেম বেচে রয় জীবন ব্যাপী
কারো দ্বারে অপেক্ষায় রয় কারো দ্বার হতে পালিয়ে বেড়ায়
যেন, সোনালী বিভ্রম মরীচিকা।
১৪২৭/চৈত্র/বসন্ত কাল।