______মেঘেদের খেলা
দেখছি চেয়ে চেয়ে, মেঘেদের খেলা
বাতাস মেলায় সবুজ পাতারা
দোলে, আচানক
স্তব্ধতায় থেমে যায়
একা কি নিঃসঙ্গ;
প্রহর যেতে যেতে সময় গড়িয়ে যায়
বাতাস খেলা!
অহরহ বয়ে যায়।
দিক বি দিকে ছুটে চলে
মেঘমল্লারা কোথায় কোথায় ঘুড়ে বেড়ায়
ঠিকানা শুধু ওদেরই জানা।
ইশারায় ডেকে কইলাম কানে কানে
নিবে মোরে সাথে;
অজানারে চেনাবে ভালোবেসে
মেঘ মঙ্গল সরোব বাদলে।
এতেই ত্যক্ত বিরক্ত
বাতাস সনে খিলখিলিয়ে হাসে
মুচকি হাসিতে মেইয়ে যায়, পরবাসে
গহন লাগা সেই অবয়ব
পিছন ফিরে চেয়ে চেয়ে দ্যাখে
মেঘেদের মতো করে,,
১৪২৭/ আষাঢ়/২৭