_____সহস্র পথিকের পদধ্বনি শোনা যায় ঐ
মেঘের চাতালে মেঘ সাজে ঐ
তবুও কেন পোড়ায় খরা চৌচির মাটি ঐ
বেণু বনে মাতাল হাওয়া ঐ
পাখপাকালির কিচিরমিচির শোনা যায় ঐ
মেঘ চাতালের দৃশ্য নিত্য দেখি ঐ
খরায় পোড়া চৌচির মাটি দেখি ঐ
উতল বাসনার পাগলা হাওয়া দেখি ঐ
মৌ বনে মৌ গুনগুন সর্ষে ফুলে দেখি ঐ
সহস্র পথিক পথে হাটে ঐ
পিছন ফিরে পথের বাক ঐ
চেনা নেই জানা নেই তবুও সহোদরা ঐ
কবিতার সজ্জন তো ঐ
আমি তো আমার মতো বেচান ঐ
সহস্র পথিকের পদধ্বনি শোনা যায় ঐ
কানে বাজে হাওয়ার সহস্রধ্বনী ঐ
বৈশাখ পোড়ায় বৈশাখে নিত্য পোড়া ঐ
পথ ঘাট ঘর জ্বলে ঐ
হাট বাজার গঞ্জ পোড়া ঐ
মানুষ মানুষের দেনা ঐ
ভোগ বিলাসের লিপ্সা ঐ
১৪২৯/বৈশাখ/গ্রীষ্মকাল।