_____উড়াল চিলের ডানায় উড়ে
মনের ডেরায় মন থাকে না
সদা চঞ্চল ভারি; এমন ফাগুন জুড়ে
লাল পলাশের উর্বশী প্রেম
কস্তুরী ঘ্রাণ মাখে।
গোলাপ সাজা ঢলো ঢলো
উদল বায়ু বয়; সেথায় তোমার বিরহী আঁচল
তৈল বিনে ভালোবাসার সলতে পোড়ায়
স্মৃতির খড়ায় গায়।
মন তবু ঘুরে ফিরে, আসে ফিরে
তার নিজের ডেরায়; বেজায় নিশ্চুপ
উঠুন জুড়ে ঘাস ফুলের মাতম
ঝরা পাপড়ি ধুলায় শুকায়।
মন তুবও মনের খোলা খিড়কি পানে
চেয়ে চেয়ে সদা পথিক সমীপে
স্বপ্ন যুগোল গীত শোনার বাসনায়
উড়াল চিলের ডানায় উড়ে।
১৪২৬/ ফাল্গুন/ বসন্তকাল।