_____অনন্ত অপেক্ষার বহ্নিশিখা
কারে শুধাই?
নদী পাহাড় ঝরনা; না কি উতল নীল সাগর?
গড়িয়ে অতীত বেলার কাছে
হংস মিথুন সাঁঝে
আবিরে রং ঢালে
দিগন্তে ঔ শ্যামলা রংগা মেঘ
ধীর লয়ে সিথানে তার গাও গ্রামের
জল ছবি ভাসে।
এমনি মৃদু তালে হাওয়া যায় রে নেচে
রং লাগা আগাছার ফুল
তির তির করে কাপে;
মৃদু শিশির ফোটায় মাকড়ষার জাল ভিজে
পুকুরের টলটলে জলে কলাবতী ঢেউ
উজান হাওয়ায় মিলিয়ে যায়।
কারে শুধাই?
পৌষের ক্ষেতে লবডঙ্কা মাঘের শীর্ণ তায়
যবনিকা বিষাদ কাঞ্চনজঙ্ঘার
গড়িয়ে গড়িয়ে উঞ্চতা বিলায়
ফাগুন দারে
এ কোন স্বপ্ন বুনে?
দিগন্তে ঐ আঁকিয়ে পরিযায়ী পাখির ঝাঁক
একে বেঁকে যায় অন্য কোথায়
কোন সে অজানায়?
কারে শুধাই?
এমনি যাওয়া আসার মহা প্রলয়
অন্তরিখের প্রসন্ন খেলায়; তারই তরে বহিয়া চলিতেছি
অনন্ত অপেক্ষার বহ্নিশিখা
যায় ক্ষয়ে, আসে ননাধরা কাল ফিরে ফিরে
যবনিকা প্রাতে; বিপন্ন যাপিত কাল।
১৪২৭/ফাল্গুন/ বসন্ত কাল।