______তোমার পাদুকা বেলার সাঁঝ রং ঢেলেছে ঐ পথে
দেখতে চাও, দ্যাখো
খোলা চোখে দ্যাখো বিচিত্র পৃথিবীর বিচিত্র বৈভব
কালের জল সেচনে মৃত্তিকার রং বদ্লায়; খতিয়ানের যা ছিল
সুবোধ বাক্যে হলুদাভ রং জিইয়ে আছে ততটুকু।
আরম্ভর খোদাই সে কি বিচিত্র?
বারং বার শরৎ মেঘের মতো রং বদলাতে
আমাকে আমার ক্ষণিকায়; বিচিত্র ক্ষত!
দিয়াশলাই কাঠির মতো পুড়ে পুড়ে নিঃস্ব হয়
কতক লহমায় জ্বলে? আবার নিভিয়ে ও যায়।
বিচিত্র বৈভবে, তুমি ছিলে এক দিন উঠান জুড়ে চুড়ই পাখির মতো
কিচিরমিচির মিছির নৈশব্দ; অথচ আজ দ্যাখো মহাশূন্য বিরান।
খুঁজে খুঁজে কতক শূন্যতার ঢিবি? উইপোকার ঢিবি র মতো
বিচিত্র খাঁজে জীবন বাঁচে।
পাদুকার পুলিশে যতটুকু পথ পথের নিশানা আঁকে
তা আজ বদলেছে খানিক! বিচিত্র নতুন গরজে নতুন পথের নিশানা গরে।
সে কি বিচিত্র রুপ তার? জোছনা বিলাসী খরিদদার।
তোমার পাদুকা বেলার সাঁঝ রং ঢেলেছে ঐ পথে
তুমি ফিরবে বলে এই আশ্বিনে।
১৪২৮/২৫/ভাদ্র,শরত কাল।