_______সন্ধ্যাবতী মর্ম দহনে পুড়ে


শরতের কাশবনে আচানক বৃষ্টি
ঝর ঝর অবিরাম একি অনাসৃষ্টি?
মেঘ মল্লার জুড়ে উড়ে শরতের মেঘ বালিকা
দিক হতে দিগন্তে ভেসে বেড়ায় স্বপ্ন কণিকা।

বালুচরে কাশ বন শুভ্র আলু তালু হংসী চৈ চৈ
মেঘের আবিরে ঢেকে যেন করে করে থৈ থৈ।
কাশবনে কাশফুল জলে ভিজে সারা
আগল খোলা লজ্জাবতী চুপসে দিশেহারা।
সবজি মাচায় ঢলো ঢলো লকলকে ডোগা
উনুন চালে চালকুমড়া চক মেখে চোকমোকা।

পলির কাদায় খঞ্জনির পায়ের ছাপ আঁকে
ডোবার স্বচ্ছ লালচে জলে জলছবি ভাসে।
পোনার ঝাঁকে মা,মাছ টা লেজ নেড়ে দেয় উঁকি
তাথৈ তাথৈ অবেলায় ভেসে যায় ঐ মেঘের ভেলা।

মেঘ মল্লার তরে শুধায় মোর সন্ধ্যাবতী আয় আয়
কাশ বনের দোলা চলে এ কি বায়ু বয়?
কোথায় লুকাইলে যে? বিরহে কেঁদে কয় ফিরলে না আজও
তাই তে সাঁঝ ঘনালে, সন্ধ্যাবতী মর্ম দহনে পুড়ে।

১৪২৯/শরত কাল/ ভাদ্র