---খসে পড়া পথিকের ক্ষয়িষ্ণু কাল
হেমন্তের বিমর্ষ বিকেল
রং লাগা মেঘের ধার ঘেঁসে
পাখির নীলিমার পথে চলে এঁকে বেঁকে; দিগন্ত পাড়
সেই পথেই চেয়ে চেয়ে পথিক
বিশালতার সুবর্ণময় অন্তরা ভাঁজে
ক্ষীণকায় স্বর্ণ চূর বিহ্বলতা।
মস্তিষ্কে স্মৃতির কোনায় কোণঠাসা
বিবর্ণতায় তুলে রাখা পথিকের সুঢৌল আকুতি
আজ বার বার সমুখে দাঁড়ায়; নন্দন রূপে জড়িয়ে
কদাচিৎ ধুলার বিবর্ণ বালিয়াড়ি
সাঁঝ লালিমা পথের সুবর্ণ রেখা টানে
পথিক মুর্চ্ছা যায় অন্তর ক্ষয়ে।
খসে পড়া পথিকের ক্ষয়িষ্ণু কাল
অমরাবতীর প্রচ্ছন্ন ছায়ায় পথ চলে পথিক
উড়াল পাখির আকাশের পথ চেনায়; মৃত্তিকা ঘ্রাণে।
১৪২৫/ অগ্রহায়ণ/ হেমন্তকাল।