=====ক্ষয়ে যায় স্বপ্ন বেলা
এক, একবার!বার বার
এই নেই হাওয়া
এই নেই ছায়া
ছুঁয়ে যায় বাতাস মহুয়া
ছায়ার অবগুণ্ঠন মাড়িয়ে
যতদূর যায় চোখ ঐ দিগন্তে
পরশ বুলিয়ে যায় কভু! মেঘ দেখে চেনা
ঐ তো দিগন্ত পার, অপার দিশায় আঁধার ডাকে ঐ
এসো এসো আমার প্রাণের সখা
কত দিন হয়নি কথা!
বসিবার অবসরে। অতীত পালা বদলে ফিরে গেছো তুমি
তমগ্ন যন্ত্রণা সয়ে,
আমাকে ভুলিয়ে তিমির রাত্রি কহে
ওহে! স্বপ্নবোনা স্বপ্নঘোর
বিলাপে খসে পরে সুখ যাতনার অনন্ত প্রহর
তবুও কবিতায় হয়ে ওঠেনি কখনও
এক, একবার! বার বার
ক্ষয়ে যায় স্বপ্ন বেলা।
আজ ২৭ মাঘ ১৪৩০