---পুঁজির বিচিত্র বৈভব
পুঁজির বিচিত্র বৈভব পৃথিবী জুড়ে
কালে কালে যুগে যুগে; শুধু নতুন খরায় পুড়ে
ক্ষুধা যাতনা বাঁচবার তাড়না
ছুটাছুটি দিগ্বিদিক; সোদা স্বপ্ন বান জুড়ে।
কোথাও পুঁজি তুচ্ছ অতি?
কোথাও পুঁজি বাঁচবার সম্বল?
কোথাও পুঁজি ভোগবিলাসে অম্বল!
পুঁজি সে তো স্বর্ণ জৌলুস জীবন চূড়ায় উঠে
তারে ধরিতে ছুঁতে দিগ্বিদিক: হন্যে হয়ে ছুটে
পুঁজির লোভ ক্ষমতা পাখা মেলে
পথের কাঁটা রাখিতে নারে; সদা প্রলয় বিঘ্ন ঘটে।
১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল।