-----------মেঘ মল্লার অন্তর্ধান
মেঘ মল্লার অন্তর্ধান প্রলয়ে যখন
শ্রাবণ বাদল ঝর ঝর বরিষণে, মর্তলোক ডুবিয়ে সারা
কূল নাই কিনারা নাই; জলে থৈ থৈ যে দিকে চোখ যায়
মর্তলোক ডুবে দিশেহারা।
নতুন সৃষ্টির উষা লগ্নে
চারিদিক পড়ে যায় হুরোহুরি; একি, একি নতুন খেলা?
যে খেলায় প্রকৃতি সবুজ সমারোহ দিবানিশি জাগে
তাহারে দেখিতে মনে সাধ জাগে।
কোমল হতে কোমল তলে
ছুটে যাই গভীর হতে গভীর লয়ে, সেথায় যে অসীম
সসীমে দিশেহারা হই; ঐ তো ভাবনার সীমান্ত
তাবড় আঁধার জুড়ে কেমনে ঐ পাড়ে যাই?
সাগর পাহাড় অসীম মেঘমালা
জলরাশি জল ছলছল, কলকল ঝরণা ধারা
ফুল ফল অপরূপ শোভা অফুরান, এ যে তারই দান
কে বা পারে মুছিতে, ফিরে দিতে প্রাণ।
১৪২৬/শ্রাবণ/ বর্ষাকাল।