---অনিদ্রায় জেগে থাকা বাসনা এক
ক্ষয়িঞ্চুকালে খসে পড়ে বিদ্রূপে টুকরা টুকরা ক্ষণ
দেরাজে বাসনায় জুমে থাকা ওম
লেপথলিনের নির্জীব সুবাস মাখা।
নির্মল কবিতারা
শীতের কুয়াশার ডানা মেলে চেতনার ওপারে
মিলিয়ে যায়; বিভ্রম ছক টানা নক্ষত্র!
হাজার বার ক্ষয়ে ক্ষয়ে
ইশারায় ডাক দিয়ে যায়
কই সে তো ফুরায়নি আজও? যাইনি মিলিয়ে দ্রবণে
পদার্থ জড় শরীরে অপদার্থ বুনে নন্দন বিবর বাহানায়
চুইয়ে চুইয়ে কবিতার ছক আঁকে অপরাহ্ণে আঁচল ধরে!
চেয়ে চেয়ে দেখেছিল ঘাস ফুল;
কতক বার প্রশ্ন করে ছিল কি আকাশ পানে?
হাত ছাড়া ভগ্ন হৃদয় হরা
কস্তুরী নেশায় ছুটে বেড়ানো প্রবদ হাওয়া
খসে পড়া ক্ষণগুলো কুড়িয়ে কুড়িয়ে
বিভ্রম চেতনা বলয়; অনিদ্রায় জেগে থাকা বাসনা এক
কথক কত কথা কয়, শুধায় এমনি এমনি
আহাম্মক পাঁচজোড়া চোখ বুজে রয় নিদ্রায়!
১৪২৫/ মাঘ/ শীতকাল।