____দিন গুলি যে গেঁথে আছে
দিন গুলি যে গেঁথে আছে
সর্বনাশের জালে; কোথায় খুঁজি কোথায় যে দেখি?
কালের গাত্রে চেয়ে আছে গেঁথে
রক্তশূন্য অভিমানে।
চেতনায় নাহি ফিরে
ঘুরে ফিরে পথে পথে বেলা শেষে; ঘরে ফিরে
বাসনার অন্তরালে
ক্ষয়ে ক্ষয়ে;
অনুপাতে নেতিয়ে পড়ে
পিছন ফিরে চেয়ে চেয়ে
কবিতায় মুণ্ডপাত
বিরহ কাতর।
এ কি? সোনাতন প্রতিভাস কালের চক্র
সে তো ফিরে না!
গচ্ছিত গুনে বড়ই বধির
নিথর বলয়ে।
সেথায় তুমি নিয়েছ ঠাঁই
চেয়ে চেয়ে বধির বলয়ে;
শূন্য খোলসে উষ্ম ছাড়া
কিছুই যে করার আর থাকে না।
আর তুমি করবেই বা কি?
নিষ্প্রভ বেবস; কখনই তো চেতন আসনি
যখন সময় ছিল অফুরান!
বসন্ত বৈভব; ফিরেছে মর্মবেদনা।
আজ ২৯ ফাল্গুন ১৪২৯