__________সে দিন ছিল তার হাতে


সে দিন ছিল তার হাতে, বেলুন; আলখেল্লার স্বপ্ন বুনুন
         স্বপ্ন সমেত উড়ে গেল আকাশ পানে।
ক্ষয়ে যায় সময় ক্ষয়ে যায় কাল; অন্তরীক্ষের কাঁটা বিঁধে বুকে
                   যদি স্বপ্ন ফিরে ফিরে আসে।
হাতে হাত ছোঁয়ায় মিহিদানার পরশ; বিলি কেটে বয়ে গেল হাওয়া
                   যৌবন বেঁচে আছে আজও।
থিতিয়ে হাঁটি হাঁটি পায়ে যে প্রেম; কুড়িয়ে ছিল কস্তুরী সুবাস
       বিভ্রম মরীচিকায় আলো আঁধারে খেলে বেড়ায়।

মৌন মিছিলে এখনো শরত আকাশে; ভেসে বেড়ায় সেই সনাতন বেলুন
         অপরাহ্ণে সাঁঝ লালিমায় উড়ে যায় বালি হাসের ঝাঁক।


১৪২৯/শরত কাল/ ভাদ্র