=======ক্ষয়ে যায় মেঘ দল

বাতাস বলে ছিল কথা
আসবে তুমি!
বৈশাখ ঘন মহা তাপে পরা দহনে
বোশেখ ফিরেছ।

দক্ষিণা বাতাস ফুরালো বলে
তুমি বেমানান পথে আর হাঁটলে না।
ঋতু বদলের,
নিঃস্বার স্তব্ধতা ছাপিয়ে
বাবলার ছায়ায় ঝির ঝিরে উঞ্চ বায়ু
সে কি প্রতাপ দহন বোশেখের!

উঞ্চতার খরা ছাপিয়ে
মহা প্রতাপে!
বিদ্রোহের তরুণ অবগাহন চঞ্চল
ক্ষয়ে যায় মেঘ দল
উড়ে ঐ শঙ্খচিলের ডানায়

বোশেখ এসেছে মহা রণে
তাপ দাহ মহা প্রতাপে।

আজ ১৭ বৈশাখ ১৪৩১