--মেঘ চুমে যায় তোর জানলায়
মেঘ চুমে যায় তোর জানলায়
তেইশ তলায় দক্ষিণা জানলা তোর; জলসার্পোটে ভেঙ্গেছে স্বচ্ছ নীল কাঁচ!
শ্রাবণ মেঘ তোর যাতনা ভুলায়
আজ নগর ঢেকেছে শ্রাবণ মেঘে; ঝর ঝর বরিষনে ভুলায় যত লীন বেদন!
ঐ যে ঐ, মেঘ সনে বায়ু
তেড়ে আসে আঁধার কালো রুপ রসে; তনুমনে তোর বিরহ যাতনা মজে!
কি বা চেয়ে ছিলে কত দিন পরে?
যাতনা সয়ে সয়ে নিরবে একাকি; জানলার আগল খুলে দু'হাত ভিজালে!
কত কাল শ্রাবণ জল ছুঁয়ে দেখোনি? উপর তলায় উঠতে ভেসে গেছে সব!
এখন ফেরাবে বলে কত শ্রাবণ গেল ভেসে?
১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল।