=======খুব মজবুত ছিল বৃত্তজম
খুব মজবুত ছিল বৃত্তজম, তার চারিদিক পাড় ছিল খুব মজবুত;
কয়েক প্রজন্মের ধারাবাহিকতা আঁটা। কত কত ঝর তুফান? পরিবেশ পারিপার্শ্বিকতার, কালের দহন বন্যা, প্লাবন সব কিছু ছাপিয়ে, মাস্তুল তুলে প্রজন্মের নাবিক নোঙর এর পর নঙ্গর গেড়ে বহ্নি শিখায় শিখা জ্বলে আজও ঐ বৃত্তে।
বৃত্তের আঙ্গিক জুড়ে এবার ফাটল তার গায়ে;
ক্ষয়িষ্ণুতা। কালেভদ্রে দৃষ্টি পড়ে, চুনকামের দরকার বুঝি।
কাজ ধরলেই হবে।
বার বার কালের গায়ে; বিদ্রুপের হাঁসি খেলে যায়, পথিক পবন ছত্রে ছত্রে আঁকে
কালের মহা পাত্রে সদা সাদা চুন কামে।
আজ ২২ আশ্বিন ১৪৩১