____পোড়া মন নিত্য পুড়ে
ঘর যখন পুড়ছে তোমার,
নিভাও পানি ঢেলে; মনে জ্বলে তুষের আগুন
কেমনে নিভাও তারে।
মন পোড়ানো দেহ কই?
জল ঢালবে সেথায়; বিরহের যে কষ্ট কোথায়? খুঁজবে তারে
কোন সে তেপান্তরে?
মন বুঝি তোমার বিদ্রোহ এখন
রয় না সুবোধ হয়ে; পেয়েছে তোমায় অষ্টাদশী
কস্তুরী রোগ।
এ রোগ যে পোড়ায় ভারি
নন্দন স্বপ্ন ছাড় কারি; পতঙ্গ সম পুড়ে নিত্য আগুনে
কস্তুরী ভালোবেসে।
পোড়া মন নিত্য পুড়ে
জনম আগুন মেখে; পারলে না তো নিভিয়ে আগুন
একটু স্বস্তি সয়ে।
সেই তো যাতনা একই পোড়া
জনম ভরা তোমার বিরহের চিতা; বাসলে ভালো এমন তোরা
অতীত ঠেসে জীবন বাঁচা।
১৪২৬/অগ্রহায়ণ/হেমন্তকাল।