-সদ্য তলানীতে বুদ্ধির বিন্দু
সদ্য তলানীতে বুদ্ধির বিন্দু
তাইতেই দেরাজ গলা; সদর দরজা আগল আঁটা
সদলবলে বুদ্ধি সাঁটা।
এতটুকুতেই দেমাগ ভারি
পা যেন পরে না মাটির ধুলোয়; কবিতা সে তো অবোধ ভারি!
অহঙ্কারে যে পথ হারালি।
সিন্ধুর জলে বিন্দুর ফোটায়
বুদ্ধি আহরণে বিন্দুর মাপন! তাতেই পৃথিবী চনমনে জ্বলজ্বলে
অসীমের সেই সসীমে অট্টহাসি হাঁসে।
এ কি র্নিবোধ? তুচ্ছ মিহি দানা বুদ্ধিসম
তুবও নিঃশেষ হয় না কখনও? জীবনভর ছুঁয়ে থাকে জীবনে
বিন্দু বিন্দু বুদ্ধির তিমিরে মনষ্য প্রাণ।
১৪২৫/আষাঢ়/বর্ষাকাল।