____মৃত্তিকা সনে গহন লাগা আত্তিকরণ
একটা সময়,
কারন ব্যাখ্যা করা খুব জরুরি ছিল
অথচ এখন কারন!
ব্যাখ্যা প্রয়োজনীয়তা নাই বললেই চলে
যে ঘটনাই ঘটুক না কেন?
কেন জানি ঘটনাটি সবারই জানা।
অবাক হতেই হয়
কেবল মাত্রই অজানা ঘটনাই, ব্যাখ্যার আমলে আসে
যদিও সেটা নেতিবাচক ব্যাখ্যা হয়ে উঠে না।
দেখা যায়,
অজানা ঘটনাটাই আবার সবার মুখে মুখে রচে
ঘটনাটির অলৌকভাবে ডালা পালার বিস্তার লাভ ঘটে
একটু অন্যরকম হলে তো কথাই নাই;
পোয়া বারো।
এমনি কত ঘটনা?
ছড়িয়ে ছিটিয়ে তালগোল পাকিয়ে
অমানিশায় ছড়িয়ে পড়ে আঁধারে।
মানুষ মাত্রই
ঘটনার সাক্ষী, আগুপিছু, জানা অজানায়
ঘটে যায় হরহামেসাই; বে বস, চেতন, অচেতন বৈভব যেন
মৃত্তিকা সনে গহন লাগা আত্তিকরণ।
আজ ১৩ চৈত্র ১৪২৯