=======সেই তো কথা
কিছু কথা হতেই থাকে,
অনেক টা বাতাসের মতো থেকে থেকে
থেমে থেমে চলতেই থাকে;
বর্ণহীন শূন্যতায়
চোখের পাতায় সাধে না
ছুঁয়ে জানান দেয়, কথা হয়ে ছিল।
পুরান কথা
চলমান কথা
অজস্র ফরমাইশি কথা,
যা যুগ যুগ ধরে ঘুরে ফিরে কথা বলেই চলে
যা বজ্রমুষ্টির শ্লোগানের মতো
উল্লাসে।
পদ্যের নিরিখে কথা হয়
যত সামান্য হাওয়ার মতো ছুঁয়ে যায়
বিভেদ কথা রয়ে যায় আড়ালে
ছন্দপতন ঘটায় রয়ে যায় বিচ্ছিন্ন কথা
রইল বাঁকি বিরহ বিদ্রূপ;
সে তো সোদা মাটির গন্ধ লয়ে
রাত যাপনে আঁধার কোলে
মৌনতায় মিলে।
আজ ৫ চৈত্র ১৪৩১