----------সেদিন ছিলাম না আমি, সেটাই সত্য
একদিন তোমার দিন ছিল
সে দিন আমি ছিলাম না; হয়তো জাগতে হয়তো না
আমি ছিলাম না সেটাই সত্য।
যদিও সে থাকা, না থাকার মিছিলে
শুধুই ছিল প্রত্যাশা অভিমান; যাতনা বিরহ ছিল কি?
সেদিন ছিলাম না আমি সেটাই সত্য।
এত যুগ পরে, সে কথা কেন?
হটাত অভিমানের সুর
কত বার ঝরেছে করম্চা গাছের পাতা? সজনে পাতা,
তাতে কি? উঠানে দাঁড়িয়ে সেই তোমার দেখা!
বিবর্তনের ইতিহাস টেনে; তোমার মেয়েটার আঙ্গুল
টেনে চেনালে! পৃথিবী বেঁচে থাকার জন্য!
প্রেম বিরহে পুড়ে, সময় পুড়ে না
সেদিন ছিলাম না আমি, সেটাই সত্য।
১৪২৬/আশ্বিন/ শরৎকাল।