-সেই মাপন টা

নিত্য নতুন মাপন গুনে
মাপা যায় কত কি!
চাওয়াটা বা কিসে মাপে?
রাত্রি দিন হিসেব কসে।

কালের খাতায় হিসাব জমে
নন্দন পুরাণ। কালের কাল।
সে তো গেল আদি অন্ত।
নতুন করে কি আকাশ রং ছড়ায়?
না কি একই পটে নিত্য নতুন?
ভবের তরে সঙ সাজা।
সেই সঙ রঙ্গ জোড়া।
মাতাল করা রুপে হরা।
জীবন বলে যৌবন তুই।
এমনি করে হাসা কাঁদা।

হারিয়ে গেল সেই মাপন টা
পায়ে হেঁটে পথিক পথ।
সেই তো ছিল ভালো। সোনাতন মর্ম।
খুঁজিতে তারে অপূর্ণ জীবনভর।


-যাই যাই

কবে থেকে প্রাণটা। করে যাই যাই।
দিনমান অবিরত। করিতে সদা ক্ষত।
নিত‌্য নতুন ভাবনা গুনে। প্রাণটা চলে।
কোন মাপনে বিধি চলে। দমের আগে।
দম ফুরালে প্রাণটা। কে বা নিঃস্ব বটে।
মাটি গুণ মাটিতে লয়। সদ্য জন্ম কথা।
প্রাণের প্রাণেশ্বর। রয় সে দূরে কোথা।


-সব তো ভারি কথা

সব তো ভারি কথা। মিথ্যা সে তো নয়।
পৃথিবী কি জীবণ লীলা? পাপ পূণ্য ময়।
জীবনের মাপন কি? মরা বাঁচা নিত্য নতুন।
প্রেম যাপন কোন মাপনে? বিরহ বাঁচে কিসে?
না কি জীবন সত্য? মৃত্যু সত্য। সব বৈদেহিক।
বিধান পোড়া ভাবনা গুলো। বাঁচতে লড়াই।
মৃত্যু চলে কোন মাপনে? ধরা ধামে কালগুনে।

১৪২৫/বৈশাখ/গ্রীষ্মকাল।