---------আধেক সেই প্রেম তৃঞ্চা
তোমার হাতের অস্থির রেখা!
কোন মোহে টানেনি কখনও,তাই বোধ হয়
অভিমানে মুছে গেছে সব
প্রেম অধ্যায়গুলো ছানি পোড়া চোখের মতো
আঁড়ালে রয়ে গেল; সদলবলে।
প্রেম কি আলো হারা সাঁঝ?
জোনাক আশ্রয়ে বাঁচে; ঠিক দাঁড়িয়ে থাকে
তারকা গুলোর রোশনাই ক্ষয়ে।
সদ্য লজ্জাবতী ছুঁয়ে
যে ফড়িং ডানা মেলে হা্ওয়ায়
তাকে তুমিই খুঁজে ফিরো জীবন ভর;
আধেক সেই প্রেম তৃঞ্চা।
আজ ১ কার্ত্তিক ১৪২৯/ হেমন্তকাল