---মন যাতনা কেঁদে কেঁদে
মন যাতনা কেঁদে কেঁদে
ঐ আকাশ পানে চেয়ে!
স্বস্তির নিঃশ্বাস ফেলে হালকা হয় খানিক
সৃষ্টির রহস্য ভেবে ভেবে।
সৃষ্টি খেলায় এমন মজা খেলছেন তিনি বসে
গুন গুনে জপে মাতোয়ারা তৃষিত মনে পুষে;
এমন ক্ষমতা নাই কারো এমন পৃথিবী মাঝে!
সৃষ্টি তারই অপার রাত্রি দিনের মিলন কলরবে।
মন যাতনা কাঁদে তাই
প্রবদ না মানে!
সৃষ্টি খেলায় মন সঁপিলে হৃদয় মজে রসে;
হৃদয় ভরা আলো চাইতেই; আঁধার নেমে এলো
কোথায় তবে আলোর বিন্দু?
খোঁজাখুঁজি সারা জনম।
===১৪২৫/ কার্তিক/ শরতকাল।