=====কথা ছিল রাতভর
কথা ছিল রাতভর
স্বপ্নডেরার সুরতহাল ব্যবচ্ছেদ
ঘুমে ডুবা চোখ,
তন্দ্রায় আচ্ছন্ন চেতন বিমুখ
বিভ্রম মাদকতা নেশার মতো
পেয়ে বসে যেন সাত জনমের তন্দ্রা
জেঁকে বসে বুকের উপর।
পাহাড় সম ভারে নুয়ে পরে
রাত্রি গভীর!
জোছনা ডুবে ছিল দ্বি প্রহরে বোধ হয়
কিছু বাসি স্বপ্নডেরার
আশে পাশে ঘুর ঘুর করে
মৌনতা, বিষন্ন বেসে, পরে অনুমেয়
ইটসুরকির খসে পরা দালানের মতো
ছিটে ফোটা রং এর তালি
সেই রং তালিতে স্বপ্ন জুড়ে বসে
আগা মাথা নেই, কখনো শেষ আবার শুরু
এমনি স্বপ্ন কাঁথা মুরে বসে।
আজ ১৯ বৈশাখ ১৪৩১