_______মনের মধ্যখানে কথা
মনের মধ্যখানে কথা
হাজার বছরের পুরান;
তার সাথে প্রত্যহ নতুন নতুন জমে বিষ্ময়ে
কথার আগল খোলা দরজা
নিত্য খুলে নিত্য বন্ধ হয়, আপনা আপনি।
সামান্য আশ্রয়ে
পাহাড় পর্বত সম ঝাঁক ঝাঁক কথার মাস্তুলে উড়ে
নেতিয়ে পড়ে আবার;
অবাক করে, হাওয়া হয়।
ঝির ঝিরে
শীতল নিঙ্কড়ানো পরশ বুলায়, সেই কথাই তো!
আড়মোড়া ভাঙ্গে; পথিক পথে হাঁটে
সিঁদেল চোরও চুপি চুপি কয় কথা।
মনের মাঝে
আরোতো কত কিসের বাস?
খারাপ কথার ভালো কথার
জন্মের কথার মৃত্যু কথার
সব তো ধরে রাখে; সাথে থাকে ঐখানে।
যেখানে নিত্য পুড়ে পুড়ে
স্ব মূলে পোড়ায়ে বাঁচে।
আজ ৮ ভাদ্র ১৪৩০