______আচানক এক ধ্রুবতারা
আনকড়া আবেশ
বার বার বদলে যায়
ঋতুর ভাঁজে ভাঁজে; পরতে পরতে
সজনে গাছের পাতার মতো ঝরে পরে,
কালান্তরের স্তুুপ
আপন মনে।
আপন মনে,
পালিয়ে গেয়েছিলে তুমিও
দূর ভাবনা আর ভাবতে না পেরে; খসে পড়া নক্ষত্র হয়ে
হারিয়ে গেলে দূর বহু দূর,
পিছন ফিরে দেখেছিলে কি না?
জানি না।
জানি না, আমিও তো!
সুবর্ণ রেখায় ঐ যে বিন্দু টানা ছিল
অভাজনের ঝোলায় চিরকুট বেশে; সে কি যতনের!
আগলে রেখে রেখে বেলা ডুবে সারা,
হেমন্তের নৈ-শব্দে
আচানক এক ধ্রুবতারা।
আচানক এক ধ্রুবতারা,
হেমন্তের আঁধার রাতে, তুমি বুনে গেলে
বিরহী ডাহুকী বেশে ডেকে ডেকে সারা; সিঁথানে যে নিশি রাত কাঁদে
একাকিত্তের যাতনা বুকে লয়ে,
হেমন্তের কুয়াশা যাতনা রাতভর জমে
বিন্দু বিন্দু শিশিরে।
১৪২৬/ হেমন্তকাল/ কার্তিক।