__________সাত সকালে এমন বৃষ্টি
সাত সকালে এমন বৃষ্টি
পরিপাটি শহরটার আচল ভিজিয়ে দিল; কৃষ্ণচূড়ার ডালে এ কি?
নির্মল স্বচ্ছ রং ঝলমল করে।
উর্বশী যেন রংধনু গায়ে মেঘে জ্যৈষ্ঠের রৌদ্রের
পরমা সেজে দক্ষিণা বায়ে মৃদু দুলে উঠে; লজ্জাবতীর গা ছোয়ার মতো
আহ্লাদে যেন মুচকি হাসির হুল্লুোের,
লাল ফুলের পাপড়ি কেঁপে কেঁপে উঠে।
বাতাবি লেবুর গাছটা সকালে জলে স্নাত এলো কেশে যেন
সবুজ আলখেল্লা পাতার ছাউনিতে দাঁড়িয়ে রয়।
ইটের ফাঁকে সবুজ দুর্বাডগা লকলকে ফুটপাতে; পথিকের পাদুকা
মমতায় মাড়িয়ে যায় অহল্যা।
সাত সকালে এমন বৃষ্টি
পরিপাটি শহরটার ডাস্টবিনে ভিজে সারা, কুই কুই আওয়াজে
কুকুরটা খাবার খুঁজে ভিজে ভিজে;
কাকগুলোর জটলা কুকুরটা ঘিরে।
কর্ম আকাঙ্ক্ষায় ব্যস্ত শহর বাসি, সাত সকালে
আধেক ভিজে পায়ে হেটে, অটো, টেম্পু, বাস, রিকশায় ছুটে চলে
কেউ বা রাস্তার ময়লা জলের পিসকারিতে মেখে
হায়রে কপাল,সাত সকালে এমন বৃষ্টি
১৪২৯/জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।