==সবুজ মাঠে রং লেগেছ
সবুজ মাঠে রং লেগেছ
ভ্রমর উতল গানে
সর্ষেক্ষেতে হলুদ বাহার
মৌমৌ মৌ গুঞ্জনে।
রং লেগেছে সবুজ মাঠে
পরাগ গায়ে ভ্রমর ঘুরে
সর্ষে ফুলে মৌমাছির ঝাঁক
পরাগ মেখে মধু খুঁজে।
মাঠ ভরা ঐ রাঙা হলুদ
প্রাণ জুড়ানো হাওয়া
গান ধরেছে বাউল সখা
গানেই যে তার মায়া।
গুন গুনিয়ে ভ্রমর গানে
পক্ষী ছুটে পিছে,
হন্তদন্ত মৌমাছি টি
মধুর রসে ছুটে।
===এমনি সখ্য তা রসের জীবন
ক্লান্ত বিবর হেমন্ত বিকেল
যেন সন্ধ্যাবতীর গা ঘেঁসে করেছে নঙ্গর
নিশ্চুপ প্রত্যয় সয়ে কবিতা পাঠে মগ্ন
মাইলের পর মাইল হলুদ বর্ণের সর্ষে ক্ষেত
চেতনার ওম বাসনা লয়ে সাঁঝ লালিমা; উনুন পোড়া ধুঁয়া
বুনো স্বপ্ন আঁকে! হাসের ছানারা ফিরে উঠানে
উঠানে মৌনতার কেলি বুনে; কোথা হতে উড়ে এলো
এক ঝাঁক কাক সজনে ডালে বসে।
প্রতারিত চিল উড়ে যায় ধাওয়া খেয়ে ধাঁরকাকের
আকাশ নীলে মল্লযুদ্ধ ক্ষয়ে যায় সন্ধ্যাবতী
অবনীত চিত্তে এক কোন মায়া আঁকে দিগন্তে?
হেলেঙ্চা দলের বিছানো সিঁথির গায়ে কাঁপন ধরে
এ কোন শিহরিত অবেলার ঢেউ!
পানকৌড়ি তখনো ডুব সাঁতারে আঁধার নেমে এলো যে
সন্ধ্যাবতীর বাঁশ ঝাড়ে কাটাবে রাত
এমনি সখ্য তা রসের জীবন।
১৪২৫/ কার্তিক/ হেমন্তকাল।