=====পথিক এবার থামো!

নক্ষত্র ভরা তারার আকাশ ডেকে ডেকে কয়
পথিক এবার থামো!

যন্ত্রণার বিষন্ন পাড়ে আগুন জ্বলে ঐ কার্তিকের;
সেথায় কেবলই ওম আঁকে
কার্তিকের শিশির ফোটা, উত্তরের ক্ষেপ! সজনে ডালে ঘুঘু
উত্তরের হালকা সিক্ততায় কাঁপে।
শিশির ভেজা ঘাস ফুলের ডোগা
ভোরের শুভ্রতায় দোলে; পথিক এবার পথের দ্বারে
আগু পিছু কত কি যে ভাবে?
এবার পথ বুঝি পথের আড়ালে যায় বেঁকে।

কার্তিকে সাদা বকে ভরা বিল
বক যুগোলেরা হাঁটুজলে হাঁটে
ধীরে ধীরে জোছনা উঠা বিলে; আলো আঁধার খেলা চলে।
পথিক এবার গাঙ্গের পাড় ধরে হাঁটে
গুন টানা মাঝির সাথে পথ মারিয়ে; গুনগুনিয়ে
বিরহী সায়ের মুখে তুলে পথ চলে।

রাত জাগা পথিক ঘাসের জমিনে শুইয়ে
জোছনা ডুবা তারাদের সনে কথা কয়
রাত যাপনে স্বপ্নবোনা কাব্য রচে।

আজ ১০ কার্তিক ১৪৩১