======নক্ষত্রের খেয়াঘাট
কত কথায় মেঘ ভেসে যায়!
কত কথায় মেঘ গেয়ে যায়!
সুরেলা, বেসুরা! থেমে থেমে আবার উচ্চস্বরে!
মেঘের কমনীয় ভাঁজে নিত্য জলতরঙ্গ বাজে।
মেঘ ভেসে যায়,
কত কালের পথ পেরুলে!
আঁধার জোছনা মাখে রাত গভীরে।
নক্ষত্র পুঞ্জ চুপিসারে ঝুঁকে ছিল
দেখবে বলে মেঘেদের সঙ্গম!
আঁচল খোলা জোছনা বিভাস
নিঃমগ্ন হাওয়ায় ডুবে রয়।
যাতনা মাখা শূন্য পারে
হাওয়া খেলে যায়, বিদ্রূপে মহা রণে।
রং ছরালো আতস বাজি বিচিত্র সে রং !
আঁধার আকাশ উঠল জ্বলে
নক্ষত্রের খেয়াঘাট।
আজ ২৪, জ্যৈষ্ঠ ১৪৩১