===দক্ষিণা হাওয়া
পোড়া সম জীবন বাঁচে
নিকৃষ্ট ঐ কীট সমতুল্য
রক্ষক যখন ভক্ষক হয়
বাহু বলে দানব সাজে।
মৃদু আলোয় জোছনা কাঁদে
বি-স্বাদ ধ্বনির মেঘমালা উড়ে।
দানব এখন তুচ্ছ অতি
সিন্ধুর ঘোর দৌড়ে
তুচ্ছ তাচ্ছিল্য বিন্দু হাসে।
বিন্দুতে যত ঘৃণা জমা;
ক্ষেত খামার আজ তাই মুক্ত খোলা।
তৃঞ্চার সহায় বটে!
বুঁদ বুঁদ ভুটিতে যখন বোতল ভরে জলে
কিন্তু যন্ত্রণা তাতে কম কি? বুঁদ বুঁদ ভুটির যন্ত্রণা সম
কত কত বিষন্ন বেলা ফুরালো!
দিন রাত্রির নিঃস্বার পদ ভারে বছর যায়;
বছর যায় যুগ পেরুল হতাশার তন্দ্রায়।
হত্যার মিছিলে যখন প্রাণ ফেরালো;
বিষন্ন ঘুর্নির যাতা কলে পিষ্ট!
শিরদাঁড়া খাড়া করে বাঁচার প্রত্যয়;
সর্ব স্বরে মুষ্টিবদ্ধ সমস্বরে!
গগন বিদারী আওয়াজ যখন তুঙ্গে
যেন নতুন চেতনায় ফেরা স্বাধীন; স্বাধীনতা।
আজ ১ কার্তিক ১৪৩১