_____কতক প্রেম চিলেকোঠায় ঝুলে রয়
স্বরচিত প্রেম,
বিদ্যাসাগর মুক্তি খুঁজে
আচানক এক সুনামি ভেসে দিয়ে গেল
সর্বনাশ।
বাতাস উড়ে উড়ে দিশে হারা
এখন যে অক্সিজেন ফুরাইবার পালা।
বাহুডোরে আবদ্ধ প্রেম মুক্তির ফুরসত খুঁজে
পালিয়ে যাবার; দিগন্তের ঐ মাঠ পেরিয়ে
যাযাবর বেলা।
তোমার চিলেকোঠায়
ঠাই পেয়েছে হুতুম পেঁচা, জানতে পারনি;
কোন এক রাতে বীভৎস চিৎকার! ছানাদের প্রেম
মাতৃত্ব ঘন আঁধারে।
এমনি বৈঠকি আবেদনে
কতক প্রেম চিলেকোঠায় ঝুলে রয়!
বিচিত্র মননে ছেদ পরেছিল যতি চিহ্ন।
১৪২৬/অগ্রহায়ণ/ হেমন্তকাল।