----মাটির পথে মাটির মানুষ
মাটির পথে মাটির মানুষ
দম্ভ খানিক বটে; কত কত ছাপ আঁকে মাটির পরে
সেই আঁকাতেই জনম ভর চলে পথের বাঁকে বাঁকে।
পথের বাঁক, সোজা পথ! সবই তো মাটির রং এ আঁকা
সুবোধ খোলা নীল আকাশ পড়ে ঢলে পথে পথে।
মাটির রং সুবোধ কালো, মেটে, সাদা, লাল
ধোয়া বালু, আঠালো, কালো জাম
সে তো মাটির অঙ্গ; সোদাই বলে মাটির মানুষ
কয় কথা নানা বেশ নানা জন আদম কোলাহলে।
আদম কোলাহলে পুষ্ট মানুষ পরম্পরা
মাটির সুধা রসে; বাঁচে জীবন অসহায় গুনে গুনে
নিত্য পুরান বাসনা ঘেঁটে ঘেঁটে
রপ কোলাহল একই! তবুও মানুষ বটে;
মাটির শুদ্ধ রস হারিয়ে বাঁচে নিত্য নতুন ঘাটে ঘাটে
প্রণামী অসহায় দম্ভ লয়ে!
১৪২৫/ পৌষ /শীত কাল।