_______কালে কালে ফিরে যত সামান্য আঁকা চিহ্ন
আধুলি থলিতে জমানো যা,
আধুলি যত; যাচ্ছে ক্ষয়ে নিত্য
ফুরায় আবার ভরে এমনি সমান্তরাল হয় না বটে
জমার চেয়ে খরচখরচা বাড়ে।
কালের ধারায় পাল্টেছে
বহু গুন; আনা কড়িতে আর হিসেব মিলে না
নোটের বিহ্বলতা
তা এখন আধুনিক;
তামা স্বর্ণ আধা সিকিতে আর মন ভরে না
মরচে পড়া ধনে বংশপরম্পরা বেশ কেটেছে বহু কাল
তা তো খোয়া গেছে অনেক বছর কালে।
পিতামোহ, প্র-পিতামোহ লাঙ্গল ঠেলে
মৃত্তিকা সোপানে গড়ে উঠেছিল বেশ দম্ভ গর্ভ; ঐশ্বর্য
দুর্জয় সাহস অহমিকা বেশ।
মৃত্তিকা খেয়ালে গজে উঠে ছিল; সবুজ বৃক্ষের অনামিকা ছায়া
বেড়ে উঠা জন্ম-মৃত্যু সহ ধরা।
কালের আবর্তনে সময় যায় ঢেকে
কালে কালে ফিরে যত সামান্য আঁকা চিহ্ন;
১৪২৯/ আষাঢ়/ বর্ষাকাল