আকাশ নীল সে তো একই


নতুন করে ভাবনা কিসে?
ঘুরে ফিরে পুরাতন আসে নতুন বেসে
আদি অন্ত একই নাকি?
ভাবনায় বাঁধে ঘোর!
জন্মের পরে; মৃত্যুর সুধা পান
সর্বাঙ্গে আরধ্য সেতো;

পাতা ঝরা প্রকৃতিতে বসন্ত ফিরে
আজকের শিশু কদিন পরেই যৌবনে
সদ্য বাগানে ফুল ফুটে সোঁদা গন্ধ ছুটে
খানিক পরে ঝরে ধুলোয় লুটায়

আকাশ নীল সে তো একই
নিত্য খেলায় মাতে, কখনও রং চরিয়ে হাসে
কখনও ধূসর রাঙা অভিমানে।

১৪২৫/জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।