______আশ্বিনে শিন শিন
আশ্বিনে শিন শিন
মেঘমল্লার দেশ; নদী, বিলে টলটলে জল
শেওলা ঢেউয়ে শাপলার দোল।
ঘাস গালিচা আগাছার ফুল
সাঁঝের হাওয়ায় কাঁপে; লজ্জাবতী চুপটি করে
ধুলোর গায়ে শিশির মাখে।
নাটাই হাতে কিশোর বালক
আকাশ নিলে ঘুড়ি চরে; কোথায় সেই রাখাল বালক?
গোধুলী বেলায় গাঁয়ে ফিরে।
ফড়িং ডানায় দল বেঁধেছে
সিমের মাছায় সাঁঝ লালিমা; চড়ুই পাখির কিচিরমিচির
ধুলো মাখে উঠুন জুড়ে।
১৪২৮/আশ্বিন/শরৎ কাল।