---ঐ সে হরিৎ বর্ণ লাবণ্য

অপেক্ষা, সে তো কার জন্য?
সে কি জীবনের তরে? বেনামী এক, অনাথ অপেক্ষা
অসহায় বোধ! সে তাে তারই জন্য বসে থাকা
এক চিলতে, এক চিলতে করে জনম ভর;
জীবন আকাঙ্ক্ষা যেন এক ধ্রুব!

জীবন শরীর যেন চাওয়ার ঝরনা
চাইতে চাইতে অপেক্ষায় পুড়ে, নিথর শরীর ও বেবস মন
কোজাগরী চাঁদে পুড়বার বাসনায় জোছনা যেন
অপেক্ষার খরায় বিদেহী বিদ্রোহ নু'য়ে পড়ে;

যাতনা ভুলে আকাঙ্ক্ষা জেগে উঠে মন
নতুন মুক্তির যাতনা, ফিরে আসে অপেক্ষা!
শরীর তেজে পুনঃ পুনঃ আশায় বেঁচে উঠে
এবার অপেক্ষা ঘুচবে বুঝি!
শরীর দহনে পুড়ে; কই ঘুচে না?
পারাবত পাহার সম অপেক্ষার স্তূপ
নীলাদ্রি মেঘে ভেসে যায়, ঐ সে হরিৎ বর্ণ লাবণ্য

===১৪২৫/কার্তিক/হেমন্তকাল।