====লজ্জাবতীর ডগায় মুর্মষ অভিমান

খেয়াঘাটের মাঝি
জল বিনে বৈঠা কাঙ্গাল!
জলের সুতোয় চির ধরেছে
অধুনা খরায় শুকিয়ে কাঠ ফাটা রৌদ্র বিবর।

সদা মাটির সুবাস হারা
কষ্টে চৌচির অনামা দুর্দশা
মাঝির নাও রোদে পোড়া
পাকপাখালির ঝাঁক
তৃঞ্চায় কাঙাল নদীর চরজুরে
তীর ভাঙা বিদ্রূপে
পথিক হেঁটে যায় দূর বহু দূর।

চঞ্চল হাওয়া বয়
মাধুকরী চপলতায় আগাছার সবুজ ডগা কাঁপে
বসেছিল একটু ক্ষণ বুলবুলি জোরা।
কোথাও নেই একটু খানি বৃষ্টি!
রৌদ্র ছায়ায় মেঘ উড়ে যায়
লজ্জাবতীর ডগায় মুর্মষ অভিমান।

আজ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১