---------ছায়া মৃত্তিকা পথে হেঁটে হেঁটে
একটা সময়,
অপেক্ষার যাতনা মধুময় লাগত
যেন দূর থেকে ভেসে আসা কস্তুরী ঘ্রাণ
কখন আসবে? কখন সইব?
সে কি আশ মিটানো প্রত্যাশা!
শুধু একটু দেখার জন্য;
যে যাই বলুক প্রত্যাশার নন্দন রূপ
এখন বদলে গেছে
সেই তুমি আর এই তুমি কত ফারাক?
রোদে রোদে বৃষ্টির মতো
আলখেল্লা রংধনু যখন আকাশে
তখনই গড়িয়ে নামল বৃষ্টি।
এমনি করে না দেখার যাতনা
প্রেম জমিনে নেমে আসে অভিমানের ঘোর আঁধার
সে তো ছিল মায়ার চিতায় প্রেম দাহ
এ যে জ্বলতেই থাকে;
অনাদি হাজার বছরের কল্পলোকের ভাসান যেন
মৃত্তিকা পড়ে তুমি আমি স্বজন বুনে
ছায়া মৃত্তিকা পথে হেঁটে হেঁটে।
১৪২৬/ আশ্বিন/ শরতকাল।