====== সন্ধ্যাবতী আমার গাঁও
গুরু গুরু গর্জনে
মেঘে ঢাকা আকাশ
ঝর ঝর বরিষণে, আষাঢ়ের ঢল।
বাদল নামে
পুকুর ডোবা সদ্য শুকনা খাল জলে ভরে।
এমন দিনে বাউণ্ডুলে দল
জলে সাঁতার, দাপাদাপি।
আকাশে মেঘের গর্জন, বিজলী চমকায়
নতুন জলে নতুন মাছ ধরার মচ্ছব চলে।
আষাঢ়ের জলের গন্ধ
কাদামাটির বাদল দিনের বাসনা,
সেঁতসেঁতে আঙিনায় বাদল দিনের
পথিকের পায়ের ছোপ ছোপ ছাপ আঁকা
কাদার প্যাঁকে পড়েছে ধান বোঝাই মহিষের গাড়ি
সন্ধ্যাবতীর দক্ষিণ পাড়ায়।
গাঁও টিকে আমায় চিনিয়ে দেয়
বাদল দিনে উনুন চালে ধুঁয়া উড়ে।
গাঁও টিকে আমায় চিনিয়ে দেয়
কাদামাটির বাদল দিনের বাসনা।
গাঁও টিকে আমায় চিনিয়ে দেয়
কল তলার গা ঘেঁসে লাল কলাবতীর ঝাড়
গাঁও টিকে আমায় চিনিয়ে দেয়
পাতি হাঁসের দল উঠানে কাদায় চড়ে বেড়ায়।
আজ ৩১ আষাঢ় ১৪৩১