=====ঝম ঝমা ঝম, বৃষ্টির গান
ঝম ঝমা ঝম, বৃষ্টির গান
উঠান জুড়ে,
টুনটুনির বাসা ঝুলে
ডালিম ডালে।
   <>
ঝম ঝমা ঝম, বৃষ্টির গান
সজনে তলে,
পুঁই মাচা ভিজে সারা
উঠান কোনে।
   <>
ঝম ঝমা ঝম, বৃষ্টির গান
টিনের চালে,
ধুঁয়া উড়ে খড়ের চালে
উনুন ঘরে।
   <>
বাঁশ বনে বৃষ্টির গান
কালো মেঘে ধায়,
মগডালে সাদা বক
মৃদু দোল খায়।

=====বিরহ লখিন্দর
বৃষ্টি ছুঁয়ে দেয় কৃষকের মাথাল
গুনগুনিয়ে গান গায় আষাঢ়ের ঢল; কাক ভেজা দুপুরে
এ কি সোরগোল?
মেঠো পথে কাদার প্যাঁকে
ফ্যাঁসে গেছে ধান বোঝাই গরুর গাড়ী; বাঁশ বনের মাঝে
সন্ধ্যাবতীর মেঠো পথে এমনি হই-হুল্লুড়ে ভাসে।
   <>
বাদল দিনে মেঠো পথে
কাদা জলে পথিক হাঁটে; সবুজ মাঠে নিড়ানি কৃষক
কাঁপা কাঁপা ঠোঁটে গায় গীত, বিরহ লখিন্দর।
   <>
নাও ভাসে বিলঝিলে
ভেসে যায় ডোবা খাল; খালের ধারে জেলে পাড়া
মাছ ধরার হরষে ভাসে।
কুয়া তলায় কলাবতীর ঝাড়
আষাঢ় হরষে মাতে; এবার বঁধুয়া নাইওর যাবে
ময়ূরপঙ্খী ডিঙ্গিতে ভেসে।

১৪২৬/আষাঢ়/ বর্ষাকাল।