--------বৃষ্টি ভেজা বিমর্ষ একলা
নাটাই হাতে দাঁড়িয়ে তুমি
কেটেছে সুতা ঘুড়ির; তর তর করে ধেয়ে চলা
বাতাসের গতি এখন থমকে গেছে।
অনাদি পথের যাত্রী, ঘুড়ি সে তো
পথহারা বিদ্রূপ বায়ু দহনে ধুলায় লুটায়
আর খুঁজে পাবে না তারে;
কোন সে পথের বাঁকে হারিয়ে গেল
তোমার খেয়ালী বিদ্রূপ সয়ে সয়ে।
এমনি করে নাটাই হাতে ওড়ালে কত ঘুড়ি?
কেটেছে কতক? কেটেছ কত জানি?
সে তোমার প্রত্যহ হিসেব কষা!
শখ আর নেশা দুই মিলে; বেশ তো
শরতে এসেছে সাদা মেঘমল্লার
তোমার শুভ্র ঘুড়ি বেশে!
যত পার ঘুড়ি উড়াও দু-দণ্ড নাটাই হাতে;
ফিরে আসুক আবার বিরহ প্রতাপ
তারে মুছি বারে; কাশবনে সাদা ফুলে ফুলে
নাটাই হাতে দাঁড়িয়ে তুমি; বৃষ্টি ভেজা বিমর্ষ একলা।
১৪২৬/শরতকাল/ আশ্বিন।