নগর জুড়ে বৃষ্টি এলো
নগর জুড়ে বৃষ্টি এলো, সাত সকালে ঘুমজড়ালো
অফিস যাবার তাড়ায় সবাই
ছাতা বিনে ছুটেছে দ্যাখো।
ঝমঝমা ঝম বৃষ্টি ঝরে, আঁধার নেমে এলো
বৃষ্টিতে ঐ ভিজে ভিজে
বাসগুলো সব ছুটছে দ্যাখো।
মস্তবড় দালান ভিজে, ভিজে ফুটপাত
সবুজ পাতার গাছ ভিজে
ভিজে পাতি কাক।
পলিথিনের ঘর ভিজে, ভিজে ইটের উনুন
লজ্জাবতীর গা ভিজে
ভিজে পিচ ঢালা পথ।
১৪২৫/৯ জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।