প্রশ্নবোধক
=========
প্রশ্নবোধকে,
বিদ্ধ হল প্রেম, কলঙ্কিত চাঁদের পাহারা
পূর্ণিমা শুধু কেঁদে কেঁদে ফিরে; অমানিশা বিরহের
ভাড়ারে বসে বসে।
ক্ষ্যাপা যৌবন গুলে, জীবন দিগন্তে ভিরে্
আঁধারে অস্থির সময়; বিপন্ন পথে হাঁটা
কত কত পথের নিশানা?
পথিক এবার বিভ্রম আত্মস্থ বুনুনে।

প্রশ্নবোধকে,
থেমে থাকেনি জীবন মরুর বালুকা বেলায়
শঙ্খচিল ফিরে আর আসে না; ধুলোর মরীচিকায় পড়ে রয়
আধ খানা পালক; শঙ্খচিলের।
কথার প্রশ্ন বানে এদিক ওদিক কত ছুটাছুটি?
প্রেম খেই হারিয়ে; যথাতথা বিরহে
মন মননে দহন বিদ্রোহ, প্রশ্নবোধকে পোড়ায়
যদি ফিরে বিরহ চপলতায়; সে তো ও,
প্রশ্ন যাতনা বিমর্ষ লজ্জাবতী।

১৪২৭/অগ্রহায়ণ/ হেমন্তকাল।