----ক্ষয়িঞ্চুকালের টান


ক্ষয়িঞ্চুকালের মাস বুনে যায়
এই জানুয়ারি মাস!
এই মাসে যে মা হারিয়েছি;
নীল নীলের নীলাম্বরী ছুঁয়ে মহাশূন্য পেরিয়ে
বিষম লীন, বেদনার মাস যে আমার!
দুঃখ ঘোর পোড়া ক্ষণ।

তাই তো জানুয়ারি এসেছে
কষ্টের কুয়াশার চাদরে ঢেকে
অতীত কেন মিছে মিছে জেগে উঠে
আঁধার রাতের জোছনার মতো
স্বপ্নঘোরে কেন কাঁদায়;
মা যে আমার কেমন আছে? জানতে বলো,
কারে সুধাই?
খুঁজে তো পাই না রাশি রাশি নক্ষত্র পুঞ্জে
মা কি আমার চেয়ে আছে?
মলিন বদনে,ছল ছল চোখে
অনিন্দ্য মায়ার টানে,,

১৪২৫/ পৌষ/ শীত কাল।