মুক্তির যথাযথ প্রস্তাবনা


একক সানিধ্যে
মুক্তির যথাযথ প্রস্তাবনা, এ যে হাওয়ার মিশেল
কি রঙ্গ কলায় আসে যায় নিত্য?
তুচ্ছতায় খুঁজে না কেউ;

সময় মাপনে দূরে সরে রয়, ঐ যে বিষম খেলা খেলে যায়
বুঝতে নারে জানতে নারে
অবেলায় বায়ু বয়; সবুজ পাতায় উল্কি আঁকে
মিহি দানায় বিছিয়ে আঁচর সদল বলে
হারিয়ে যায় তো, মিলিয়ে যায় যথাতথা!

দেখি নিত্য,
কখনো অগচরে রয়? ভুলে, পিছন ফিরে
চেতনা ঘোর আঁধারে বিপন্ন প্রাণ অনাহারে রয়
চলুক বাঁচুক নিত্য নতুন বায়ু ছুঁয়ে টেনে
বিষম টেনে উদাস আকাশ পালিয়ে বেড়ায়।

১৪২৫/শ্রাবণ/ বর্ষাকাল।