_____ ভালোবাসার অভিমান

যে আপন করেছ পথের ধুলো
তারে ভুলি কি করে?

যদিও তুমি আর ধুলো
সমান অতি বাহ্যিক ছোঁয়ায় যত
শত ঝাড়ু মুছায় যায় না মোটে
থাকে শরীরে সেঁটে।
প্রাণে কখন ধুলোর সাথে!
তুমিও ছিলে লুকিয়ে; জানলুম যখন
চলে গেলে দূর বহু দূরে
চোখের আড়াল হয়ে।
একটা সময়,
তুমি চলে গেলে এঁকে বেঁকে মুছে
ধুলো শুধু রইল আমার একার;
প্রাণের সাথে গেঁথে।

প্রকৃতি ঢের ভালো, বন্ধু আমার!
তাই তো তারে সোদাই, ধুলোর মালা গাঁথে
তোমার সিঁথানে সাজিয়ে রাখে
ভালোবাসার অভিমান।

১৪২৬/কার্তিক/হেমন্তকাল।